দেবহাটা থানার বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার
আপডেটঃ মে ১২, ২০২৫ | ৫:২৭
71 ভিউ

ফরহাদ হোসেন নীলয় সবুজ দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামিকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় এবং দেবহাটা থানা অফিসার ইনচার্জ জনাব গোলাম কিবরিয়া হাসান মহোদয়ের নেতৃত্বে এসআই (নিঃ) লেলিন বিশ্বাস, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই শফিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় ১০ মে ২০২৫ ইং তারিখ রাত্রি অনুমান ২১:৩০ ঘটিকায়। স্থান ছিল দেবহাটা থানাধীন ৩ নং সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর এলাকা। এসময় জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তানভির আহমেদ @ সোহেল (পিতা: মোঃ শফিকুল ইসলাম, সাং: মাঝসখিপুর, থানা: দেবহাটা, জেলা: সাতক্ষীরা) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ১১ মে ২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দেবহাটা থানা পুলিশের এই সাফল্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের প্রতিশ্রুতি ও পেশাদারিত্বের স্পষ্ট প্রমাণ বহন করে।