দেবীনগর ইউনিয়নে মোটরসাইকেল ও ফ্রিজকাপ ফুটবলের ফাইনালে আইহাই বয়েজ ক্লাব।
দেবীনগর ইউনিয়নে মোটরসাইকেল ও ফ্রিজকাপ ফুটবল চ্যাম্পিয়ন্স আইহাই বয়েজ ক্লাব।
শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ,
সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে মোটরসাইকেল ও ফ্রিজকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯তারিখ দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে মোটরসাইকেল ও ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ই অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন দেবীনগর প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনুর রশিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাজ্জাদ হোসেন, ছিলেন প্রগতি সংঘের উপদেষ্টা জনাব আব্দুল হান্নান বিশ্বাস, প্রগতি সংঘের উপদেষ্টা জনাব কসিমুদ্দিন মাস্টার, দেবীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান, দেবীনগর উন্নয়নের সাবেক চেয়ারম্যান জনাব আ ক ম সাহেদুল আলম পলাশ বিশ্বাস, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আজিজ, দেবীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হযরত আলী, দেবীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, দেবীনগর ইউনিয়নের ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ,বিশিষ্ট ব্যক্তিগণ ও গণমাধ্যম কর্মীরা।
মোটরসাইকেল ও ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ই এর ৩দিন ব্যাপী মোট ১৬ টি দলের খেলা অনুষ্ঠিত হয়। আজকে শনিবার খেলা অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় আজকের দুটি দল মুখোমুখি হয়, আই হাই বয়েজ ক্লাব বনাম সুইজগেট খেলা ৩০ +৩০ মিঃ তুমুল লড়াইয়ে আই হাই বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন ও সুইজগেট রানারআর্প অর্জন করে,পরে খেলাল রাফেল ড্র ও চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নদের মোটরসাইকেল ট্রফি ও রানার আপদের ফ্রিজ ও ট্রফিকাপ প্রদান করা হয়। এবং খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।