মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
হাজার হাজার নারী-পুরুষ দর্শকের উপস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর জাহানাবাজে ২৪ জুন সোমবার বিকাল ৩ টায় আন্ধার মানিক বিলে ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান আল. মো. মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. ফারুক হোসেন (মিঠু), ইউপি সদস্য মো. আলমগীর হোসেন (মন্টু), ইউপি সদস্য শরীফুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য তপন কুমার শীল , ইউপি সদস্য বিষ্টুপদ বিশ্বাস, “দৈনিক খুলনা” পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাসান হাদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শংকর কুমার সাহা, সাবেক ইউপি সদস্য মো. লিয়াকাত আলী ও সদর উপজেলা যুবলীগের সদস্য মো. আক্তরুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বলেন- ঘোড়া দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের ধারক বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত ঘোড়াদৌড়। যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন। অনুষ্ঠানে বক্তারা আয়োজনকারী যুব সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করে বিজয়ী ঘোড়ার স্বত্বাধিকারীদের হাতে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় ২১পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে সদর উপজেলার নুনগোলা রুহুল আমিনের ঘোড়া, ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভালুকা চাঁদপুরের মো. টুটুল ইসলামের ঘোড়া, ৯পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কোমরপুরের মো. মিনহাজ বাবুর ঘোড়া। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে আগত ৮টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুল্লাহ্ আল মামুন।

পোস্টটি শেয়ার করুনঃ