নড়াইলে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
গরু চুরি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান(৩৯) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে লোহাগড়া থানার লাহুড়িয়া (সাইমনের চর) গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে। অদ্য ১ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।