নড়াইলে শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের কর্মীসভা
আপডেটঃ জুলাই ২৭, ২০২৩ | ৭:৪৬
318 ভিউ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশন কর্মীসভা, বুধবার. (২৬ জুলাই) শাহাবাদ ইউনিয়ন. কর্মীসভা. করা হলো. এ সময় উপস্থিত ছিলেন. মতুয়া মিশনের সাধারণ সম্পাদক, মতুয়া অসীম পাল. প্রচার সম্পাদক অসীম বিশ্বাস.জেলা কমিটির সদস্য. সুজয় বিশ্বাস অনুপ বিশ্বাস. সঞ্জয় পাল. শাহাবাদইউনিয়ন সভাপতি নিমাই বিশ্বাস. সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস. ইউনিয়নের সাধু গুরু গোঁসাই পাগল দলপতি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।