নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজা ও চোলাই মদ সহ গ্রেফতার ২
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজা ও চোলাই মদ সহ গ্রেফতার দুইজন।
নড়াইল সদর থানাধীন ডহর শেখহাটি গ্রামস্থ জয় বাংলার মোড়ে জনৈক মোঃ অহিদুল ইসলাম (৪১), পিতা-ইদ্রিস মোল্যা, সাং-দেবভোগ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাঁজা, এক লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ দুইজন আসামীকে গ্রেফতার করে নড়াইল সদর থানা, পুলিশ। এ সংক্রান্তে নড়াইল সদর থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯ (ক)/২৪(ক) রুজু করা হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।