নাচোলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন
আবুল হোসেন ,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১হাজার ২শত জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/মৌসুমে মাসকালাইয়ের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্প্রতিবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে সার ও বীজ বিতরণ করা হয়। সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষিকর্মকর্তা রাকিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাচোল উপজেলা কৃষি কৃষিকর্মকর্তা সলেহ্ আকরাম। প্রতিজন কৃষককে ৫কেজি মাসকলাইয়ের বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।