নিয়ামতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে বক্তব্য রাখেন মেজর তাওহীদ, ইউএনও ইমতিয়াজ মোরশেদ, ওসি মোহাম্মদ আল মাহমুদ।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা সাবেক সাংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, মামুন আর রশিদ, ছাদরুল আমীন চৌধুরী, শামীম রেজা চৌধুরী বাদশা, ইসাহাক আলী, আলহাজ্ব আব্দুর রহমান, সাজ্জাদ আলী টিটু, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর মাঈনুল ইসলাম মিনু, সেক্রেটারী দেলোয়ার হোসেন, নুহু আলম, সদর ইউনিয়ন সেক্রেটারী সুলতান মাহমুদসহ উপজেলার ৮ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই একমত পোষণ করেন। যার যার অবস্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াও রাজনৈতিক দলের নেতাদের দিকনির্দেশনা মেনে চলতে নিজ নিজ দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয়।
বিভিন্ন জাতীগোষ্ঠি, সরকারি-বেসরকারি ও ধর্মীয় স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
আলোচনা শেষে নিয়ামতপুরের শান্তি শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দর রাখতে সকল রাজনৈতিক দলের সদস্যর সমন্বয়ে নিজ নিজ দ্বায়িত্বে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা নির্মুলে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করে। # ৮ আগষ্ট ২০২৪ ইং