বিশ্বায়নের যুগে চাকরির বাজারে বাংলাদেশের কর্মক্ষম যুবকদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ” উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্হাপন (২য় পর্যায়) এর আওতায় নওগাঁর নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্ভাব্য স্থান সরোজমিনে পরিদর্শন করেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদা সুলতানা।  আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কয়েকটি স্থান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য পরিদর্শন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা শিক্ষা প্রকৌশলী ইকরামুল বারী প্রমুখ। পরিদর্শন শেষে কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদা সুলতানা সাংবাদিকদের জানান,  শিক্ষা মন্ত্রণালয়ের কারগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব যেমন কমবে এবং তেমনি দেশের অর্থনীতির উন্নয়ন সাধিত হবে।

পোস্টটি শেয়ার করুনঃ