নিয়ামতপুরে নিখোঁজের ৪ দিন পর মিললো বৃদ্ধের মরদেহ
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের চারদিন পর অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই বৃদ্ধের ছেলে উপজেলার সদর ইউনিয়নের গলইকুড়া গ্রামের খালে মরদেহটি পানিতে ভাসতে দেখে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
মৃত ওই ব্যক্তির নাম সাবু মাহাতো (৬০)। তিনি গলইকুড়া গ্রামের মৃত বৈসাগু মাহাতোর সন্তান।
মৃত সাবু মাহাতোর স্ত্রী ঝানো মাহাতো জানান, আমার স্বামী প্যারালাইসিস ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। এ মাসের ৯ তারিখ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোন আত্মীয়ের বাড়িতে থেকেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। পরের দিন খোঁজ খবর না পাওয়ায় আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেও হদিস মেলেনি। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে খালের পাড়ে গেলে একজনের মরদেহ ভাসতে দেখে। খালে নেমে দেখে মৃত ব্যক্তিটি তার বাবা। তার চিৎকারে সকলে ছুটে গিয়ে মরদেহটি খাল থেকে ওপরে উঠানো হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য অর্ধগলিত মরদেহ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।