পলাশবাড়ীতে ৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ পাপুল সরকার,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দলীয় নির্দেশনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরার লক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০সেপ্টেবর বুধবার বিকালে পলাশবাড়ীর পৌর এলাকার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
৬ নং ওয়ার্ডের শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পাপুল সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল,গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মোহাম্মদ ইমরান,স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহবায়ক হযরত আলী স্বপন,যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান,যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,যুগ্ন আহবায়ক নির্ঝর, যুগ্ন আহবায়ক শাহারুল ইসলাম,যুগ্ম আহবায়ক হায়দার আলী, সদস্য আনোয়ার হোসেন লিখন,মৎসজীবি দলের সভাপতি আলমগীর কোবির শামীম,সাধারণ সম্পাদক হেলাল সরকার,পৌর সাব পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম।