পাটকেলঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত-১
জৌষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক জন আহত হয়েছে। মঙ্গলবার (৮আগস্ট) রাতে পাটকেলঘাটা বাজারের টাওয়ার রোডে ঘটনাটি ঘটে। আহত আব্দুল হামিদ (৪৬) পাটকেলঘাটা থানা এলাকার মো:মফেজউদ্দীন শেখের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়,বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আব্দুল হামিদ। পাটকেলঘাটা বাজারের টাওয়ার রোডের আহাদ বীজ ভান্ডারের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার মৃত:নিছার সরদার ছেলে মো:পলাশ সরদার (২৮),শাকদহ গ্রামের মো:আশরাফ সরদার ছেলে সেলিম সরদার (২৭) ও তৈলকূপ গ্রামের মো:আব্দুল্লাহ সরদার ছেলে মো:জাহিদ সরদার (২৬) অতর্কিত হামলা চালায়। এলোপাথাড়ি কিল ঘুষি মারে। পরে আব্দুল হামিদকে গলা ধাক্কা দিয়ে রাস্তা উপর পড়ে যায়। এসময় তারা ভুক্তভোগীর বুকের উপর উঠে দাঁড়িয়ে তাকে জীবন নাশের হুমকি দেয়। পরবর্তীতে তার চিৎকারে পাশ্ববর্তী দোকানদার আহাদ সরদার ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী আব্দুল আলিম বলেন,প্রায় বছর তিনেক আগে আমার ভাইপো ও ভাইঝির নামে সজ্ঞানে আমার পিতা জমি লিখে দেয়। আক্রমণকারীরা সম্পর্কে আমার ভাগ্নে। তারা এখন এই সম্পত্তির জন্য আমাকে ও আমার পরিবারের উপর নির্যাতন করছে। আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।