পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল সানা গ্রেফতার।
পাটকেলঘাটা প্রতিনিধি:
সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন সার্বিক তত্ত্বাবধানে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই রাজীব মন্ডল সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশ বোতল ফেনসিডিল সহ আসামী মোঃ শফিকুল সানা ৩০ পিতা-সবুর সানা গ্রাম রাড়ীপাড়া থানা- পাটকেলঘাটা জেলা সাতক্ষীরাকে গত ইং-২০.০৬.২৪ তারিখ ৩ ঘটিকার সময় পাটকেলঘাটা থানাধীন কুমিরা বাজারস্থ দূর্গা মন্দিরের সামনে সাতক্ষীরা হইতে খুলনা গামী পাকা সড়কের উপর হতে গ্রেফতার করেন উক্ত বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন শফিকুল সানা চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানা সহ একাধিক মাদকের মামলা রয়েছে। আসামীকে ২০/০৬/২০২৪ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।