পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে, ২ আসামী গ্রেফতার

আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৫ | ২:৩২
166 ভিউ


পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ০১ জন পরোয়ানা ভুক্ত এবং ০১ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার
পাটকেলঘাটা প্রতিনিধি :
অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনউদ্দিন এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সিআর-৩১৪/২৪ এর আসামী সুকুমার দাস, সাং- সারসা, ডাক- সেনেরগাতী, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা এবং সাজা সিআর-৩৭৭/২১ এর আসামী খান খলিলুর রহমান (ওয়াদুদ) (৪৩), পিতা- খান ঈমান আলী, সাং- বড় কাশিপুর, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা দ্বয়কে গ্রেফতার করেন। আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।