পাটকেলঘাটা পারকুমিরায় শহীদের প্রতি স্মৃতিসৌধে পুষ্প অর্পণ
মতিউর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-
মহান স্বাধীনতা যুদ্ধে পারকুমিরা- পুটিয়াখালী গণহত্যায় নিহত মহান শহীদের প্রতি গতকাল সকাল ৮ টায় পারকুমিরা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জালী পালিত হয়েছে। শহীদ পরিবারের সদস্য ও স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ আঃ সামাদ, পাটকেলঘাটা হারুন- অর রশীদ কলেজের প্রভাষক স- ম আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লা বিশ্বাস, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক মাহফুজুর রহমান মধু,মেম্বার জামসেদ ও নাছের,তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ফাহিম কার্জন,সাংবাদিক ঝান্টু,মুস্তারী সুলতানা পুতুল, পাটকেলঘাটা থানার এস আই জ্যাতিময় ও এস আই তরিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবিড় থাকবে।একই দিনে পারকুমিরা- পুটিয়াখালী সাঁড়িবদ্ধ ভাবে ঘাতকরা ১৭৯ জনকে গুলি করে হত্যা করে ।এ সব হত্যাকান্ড আমাদের মনে সৃতি হয়ে থাকবে।