পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচিত প্রতিনিধির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত।
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিনিধিদের সাথে তা’আলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ই নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মমিন এর কাছ থেকে পাটকেলঘাটা বাজার কমিটির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি ইউএনও স্যারকে পাটকেলকাটা থেকে ভূমি অফিস না সরানোর অনুরোধ করেন। প্রেসক্লাবের কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউএনও স্যার জানান, ডিসি স্যার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তবে আমি স্যারকে বলেছি আর এত দৌড়াদৌড়ি করে সরানোর প্রয়োজন নেই। যদি ওই চিঠিতে সরে তাহলে ভালো কথা নাইলে আমরা ওই চিঠির কারণে পেছনে মেলা খোঁচাখুঁচি করে সারানোর চেষ্টা করব না। পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য দৈনিক কল্যাণের সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু পাটকেলঘাটা গরুহাটা রোডের বেহাল দশার কথা ইউএনও স্যারের সামনে উপস্থাপন করেন। সব শোনার পরে ইউএনও স্যার এ রাস্তাটি দ্রুত করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল মোমিন, সহ-সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদ আতাউর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন, সদস্যর শেখ মখফুর রহমান জানটু প্রমুখ।