পাটগ্রামে চার ক্রাশিং মেশিন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা
হাসিবুল পাটগ্রাম সংবাদঃ লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অননুমোদিত পাথর ক্রাশিং মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।৯ সেপ্টেম্বর দুপুরে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা। এ সময় চারটি মেশিন মালিককে সর্বমোট ৬৫০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ধরলা নদী থেকে পাথর উত্তোলনের অভিযোগে ০২ টি বোমা মেশিন ধ্বংস করা হয়। অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশসহ ডিএসবি লালমনিরহাটের সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।এবিষয়ে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন অননুমোদিত পাথর ক্রাশিং মেশিন ও পাথর উত্তলন কারী বোমা মেশিন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।