পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৪
পাটগ্রাম সংবাদ দাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে আলাউদ্দিন নগরে ট্রেনে ধাক্কায় চারজন নিহত হয়েছে।
১১ নভেম্বর সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে ওই ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আলাউদ্দিন নগর নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো মকবুল হোসেন (৫৫) পিতা মৃত সফর উদ্দিন,
আব্দুল ওহাব (৫০) পিতা মৃত শহর উদ্দি,আজিজার রহমান (৬০) পিত মৃত আব্দুল রহমান বিট(৬০),মোবারক (৬০) পিত মৃত মোদাল্লি।
প্রত্যক্ষদর্শী আব্দুল মোতালেব জানান, রেললাইনের ধারে নিহত ব্যক্তিদের বাড়ি। আর বাড়িসংলগ্ন রেল স্টেশন। এ সময় আছরের নামায পরে লাইনের পাশে দাঁড়িয়ে যে কোন বিষয় আলাপ করতে থাকে এমন সময় পাটগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস সান্তাহার গামী ট্রেনটি ধাক্কায় ঘটনা স্থলে ৪ জন নিহত হয়।
এবিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা স্থলে পাটগ্রাম থানা পুলিশ উপস্থিত হাওয়ায় আগের লাশের স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।