লালমনিরহাট সংবাদ দাতা:

লালমনিরহাটের পাটগ্রামে নিরাপত্তা হীনতায় ভুগছেন এক বৃদ্ধ ও তার পরিবার। অভিযোগ সূত্রে পাওয়া গেছে সে বৃদ্ধ হলেন পাটগ্রাম পৌর সভার ০৭ ওয়ার্ডের মৃত মহরম আলী পুত্র মো: মনির উদ্দিন (৭১)। ভুক্তভোগী ওই বৃদ্ধ জানান একই গ্রামের অজ্ঞাত ও চিহ্ন কিছু ব্যক্তি প্রতিনিয়ত যখন তখন তাকে প্রাণ নাশোকের হুমকি দেয় এবং গত ৫ আগস্ট বিকাল সরকার পতনের কারণে একটি বিজয় মিছিলে একাংশ সাড়ে ৪ টার সময় তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং এলো পাথরি মারধর করে তার বড় ছেলেকে জখম করে।এবং বাড়ির বেড়া,দরজা জানালা ভাংচুর করে ও বেশ কয়েকটি গাছ কেটে ফেলে।যা ছিল মূলত জমি-জমা ও ব্যক্তিগত আক্রোশ কোন রাজনৈতিক আক্রোশ নয়। এর পরে রাত আনুমানিক ৪ টার দিকে আমার ক্রয় করা জমিতে ৪ টি টিন দিয়ে একটি চালা তুলে এবং সেখানে একটি চকিয়া নিয়ে বসে থাকে।বলে এ জমির পা দিলে প্রাণে মারিয়া ফেলাবে। ঐ বৃদ্ধ আরো অভিযোগ করেন আমার ছেলে একজন স্কুল শিক্ষক সেও বর্তমান নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাই আমি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ও ছাত্র সমাজ এর নিকট আমার নিরাপত্তার দাবি জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুনঃ