পাটগ্রামে মটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে নিহত ১
হাসিবুল ইসলাম, পাটগ্রাম লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১বিজিবি) এর পঁয়ষট্টি বাড়ি বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় ০২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টায় মেইন ৮৪৫ এর ৮ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ক্যাম্প হতে আনুঃ ৮০০ গজ দূরে বুড়িমারী হতে আউলিয়ার বাজার পাকা রাস্তার পাশে মিঠাইবাড়ি নামক স্থানে মোঃ সেলিম রেজা (৪৫) পিতাঃ নুরুল ইসলাম গ্রামঃ পকেট ঝালুঙ্গি ডাকঃ ইসলামপুর মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। ধারণা করা হচ্ছে উক্ত ব্যক্তি মটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। মৃত ব্যক্তির গায়ের বিভিন্ন স্থানে এক্সিডেন্টের দাগ রয়েছে। পরবর্তীতে পাটগ্রাম থানার এসআই রেজাউল লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।