স্টপ রিপোর্টার হাসিবুল

লালমনিহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায়,পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল করিম প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সহযোগী সংগঠন এর সকল নেতাকর্মী ও সাধারণ জনতা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত অপমানিত আপনারা ধৈর্য ধরুন খুব অল্প সময়ে বিএনপির জন্য সুখবর আসছে, আপনারা ঐক্য বদ্য হন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান, এবং সান্তনা দেন হতাশ হওয়ার কোনো কারণ নেই আগামী দিনে বিএনপি বাংলাদেশের সুশাসন শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবেই ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুনঃ