পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রবীন্দ্রনাথ সরেন এর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত


সুনীল কুমার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে রবীন্দ্রনাথ সরেন এর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত।
(১৭ জানুয়ারি) উপজেলার ছাওড ইউনিয়নের কুশার পাড়ায় আদিবাসী, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জননেতা রবীন্দ্রনাথ সরেন এর ১ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভার শুরুতে গীতাপাঠ দিয়ে তার মৃত্যু আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি ধীরেন লাকড়া।
সঞ্চলনায় আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি নিরেন পাহান।
প্রধান অতিথি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র পাহান।
বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি দুলাল মাহাতো।
পোরশা উপজেলার সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুন্ডা,
নিতপুর ইউপি জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুলাল উরাও,
সাধারণ সম্পাদক রাজেন্দ্রনাথ সিং,
ছাওড় ইউপি জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রতিকান্ত পাহান,
সাধারণ সম্পাদক নারায়ন পাহান,
ঘাটনগর ইউপি জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বুধা লাকড়া,
মর্শিদপুর ইউপি জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি পাউলুস মুর্মু,
আদিবাসী নেতা গবরধন এক্কা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় তারা বক্তব্যে বলেন দীর্ঘ সাংগঠনিক জীবনে জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবাীন্দ্রনাথ সরেন আদিবাসী সহ দেশের সকল অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে গেছেন।
বিশেষ করে সমতলের আদিবাসীদের অধিকারের কন্ঠকে তিনি সর্বদা জাগ্রত রেখেছিলেন। তিনি ছিলেন আদিবাসী সমাজের উজ্জ্বল নক্ষত্র ও আলোর দিশারী। তাঁর চিন্তা ও কাজ সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে এবং তাঁর সংগ্রাম ও ত্যাগ আমাদের আগামীর আদিবাসী অধিকার আন্দোলনের শক্তির অনুপ্রেরণা।