সুনীল কুমার পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় কন্যাশিশু শিশু দিবস পালিত হয়েছে।  (৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফ আদনান সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হুমায়েন কবীর, সমাজ সেবা কর্রকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা, উপজেলা সমবায় কর্রকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলা সদরের শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরাও আগামীর ভবিষ্যত। ছেলে সন্তানের মতোই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আগামীর বাংলাদেশ গঠনে কন্যাশিশুদের মানবসম্পদ হিসেবে তৈরির আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুনঃ