পোরশায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
পোরশা প্রতিনিধি:
পোরশায় সারাইগাছি মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়। অভিযানে জরিমানা করা হয়েছে মোট ১৫ হাজার ৫০০ টাকা।
(৩ নভেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। সারাইগাছি মোড়ে অপরিচ্ছন্ন খোলা বাজারে খাবার রাখার দায়ে মতিন , শরিফুল, মা বাবার দোয়া, খাবার হোটেল থেকে মোট ৪৫০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, পশু ও মানুষের ঔষধ একত্রে রাখার দায়ে মুনলাইট ফার্মেসী ও লার্জ ফার্মেসি থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন এ ভ্রাম্যমান আদালত।
খাবার হোটেলে কেন মূল্য তালিকা ঝুলে রাখা হয়নি প্রশ্নের জবাবে তারা শীঘ্রই এ তালিকা ঝোলাবেন বলে প্রতিজ্ঞা করেন আদালতের কাছে। খাবার হোটেলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও খাবার ঢেকে রেখে বিক্রয় করারও পরামর্শ দেয়া হয়।