সুনীল কুমার পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পোরশা উপজেলায় বিভিন্ন রাস্তা শহীদ মিনার সরকারি স্থাপনা দুইদিন ধরে পরিষ্কার করে যাচ্ছেন। শনিবার স্কুল-কলেজ, মাদরাসা বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলিত হয়ে পোরশা উপজেলার যেসব রাস্তা সরকারি স্থাপনা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে মানুষ চলাচলের বিঘ্নিত হচ্ছে সে গুলো পরিষ্কার করছেন। কেউ ঝাড়ু দিচ্ছেন কেউ কোদাল দিয়ে ময়লাগুলো অপসারণ করছেন কেউ ঝুড়িতে করে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছেন। মো. আসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার দল নিয়ে সারাইগাছি মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করছেন। সোমনগর গ্রামের বিএনপি ঘাটনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, তারা রাত দিন আদিবাসী হিন্দু সম্প্রদায়ের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুনঃ