প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে ৬তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


জ্যৈষ্ঠ প্রতিনিধি: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা সরকারি কলেজে ৬তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বুধবার (৬সেপ্টেম্বর) এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদীর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি,জেলা ও দায়রা জজ চাঁদ মো:আবদুল আলিম আল রাজি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক হুমায়ূন কবির,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান মো:নজরুল ইসলাম।
এসময় প্রধান বিচারপতি বলেন,মাত্র ১৮শ বিচারক দিয়ে ৪৩ লাখ মামলার বিচারকাজ সম্পন্ন করা সহজ নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫-এ উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলা জট ধীরে ধীরে কমে আসবে। তখন জনগণ দ্রুত ন্যায় বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্যাক্তিগত জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন,আমাকে যদি কেউ প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলোর কথা, উত্তরে আমি বলব “সাতক্ষীরায় কাটানো দু’বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়”।
তিনি বলেন আরও,প্রধান বিচারপতি একদিনে হই নাই, এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা-মা আমাদের জন্ম দিয়েছেন তবে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম আমি। সে সময় ক্লাসের ফাঁকে কলেজের লেকে বসে বরই খেতে খেতে বন্ধুদের সঙ্গে গল্প করা ছিল জীবনের রঙিন সময়। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের আনন্দের দিনগুলো এখানে অতিবাহিত করেছি বলেন তিনি।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে বিচার প্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন সাতক্ষীরা আইনজীবী ভবনে।