প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া থেকে:
যশোরের অভয়নগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেন।বঙ্গবন্ধুর আদর্শে অসমাপ্রদায়িক চেতনায় জনকল্যাণে জীবন উৎসর্গ করতে হবে। তাহলেই আমাদের মাঝে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা বাড়বে এবং গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনার মানসিকতা। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে গতকাল বুধবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজীত দাস সনজীত। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, তালিম হোসেন, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম সহ উপজেলা, পৌর শাখা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

 

পোস্টটি শেয়ার করুনঃ