ববির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম


টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম। তিনি জানান, ‘ববি ভিসিকে অপসারণ করা হয়েছে। খুব দ্রুতই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ একই সঙ্গে ড. শুচিতা শরমিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।