বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাকেরগঞ্জ ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপ-প্রধান হোসনা আফরোজ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ রায়হান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রুবিনা পারভীন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান আলিম, সাংবাদিক মোঃ শাহিন হাওলাদার, ওএমএস ডিলার পরিমল কুন্ডু, আবদুল কুদ্দুস নান্টু, মোঃ রফিকুল ইসলাম, নেছার উদ্দিন খান প্রমূখ।

সভায় জাতীয় মনিটরিং কমিটি করতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা এবং কোন পণ্যের খুচরা মূল্য পাইকারি মূল্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনসহ জাতীয় মনিটরিং কমিটির নিকট মতামত প্রদানসহ প্রতিবেদন দাখিল করা।

পোস্টটি শেয়ার করুনঃ