বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে প্রতিপক্ষের মামলা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাদ্রীশিবপুর গ্রামে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত অনুমান ৩ টার সময় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজ সরদারদের স্ত্রীর দোকান সংলগ্ন তার থাকার ঘরে আগুন লাগলে ছোট এক রুমের ঘরটির অর্ধেক অংশ পুড়ে গেলেও পাশে থাকা দোকান ঘরটি অক্ষত ছিল। রাতেই মিরাজের বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মিরাজ সরদারের পিতা মোঃ জালাল সরদারের অভিযোগ, তার সঙ্গে পার্শ্ববর্তী মোঃ দুলাল মৃধার সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে ১২ সেপ্টম্বর রাতে প্রতিপক্ষের লোকজন তার পুত্রের থাকার ঘরে আগুন দেয়। এতে ঘরটির বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।

অপরদিকে অভিযুক্ত মোঃ দুলাল মৃধা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৯ সেপ্টেম্বর মিরাজ সরদার, মোঃ মামুন সরদার, মোঃ শামিম সরদার ও জালাল সরদাররা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি আহত হয়ে ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমনকি ১২ সেপ্টেম্বর রাতে তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী মোসাঃ জেসমিন বেগম বাদি হয়ে ১২ সেপ্টেম্বর মিরাজ সরদারসহ ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা থেকে বাঁচতে প্রতিপক্ষ মিরাজ সরদার, তার পিতা জালাল সরদার ও ভাইয়ের স্ত্রীরা রুমের মালামাল অন্যত্র সরিয়ে নিজেদের ছোট ঘরটিতে নিজেরাই আগুন দিয়েছে।

একই এলাকার আবদুল আজিজ হাওলাদার, সিরাজুল ইসলাম ও বেবি বেগম জানান, তারা মিরাজ সরদারের দোকান সংলগ্ন থাকার ঘরে আগুন লেগে পুড়ে গেছে বলে শুনেছেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তারা বলতে পারছেন না। মিরাজ সরদারদের সাথে একই এলাকার দুলাল মৃধাদের মামলা চলমান। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাও নিজেদের ঘরে আগুন দিতে পারে বলেও জানান তারা।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। যেহেতু রাতের ঘটনা। তাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা এজাহার হয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুনঃ