বাগেরহাট রামপাল মাদক ব্যবসায়ী মাহামুদ হাসান আটক
মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার
বাগেরহাট রামপাল ৯০০ গ্রাম গাঁজা সহ মোঃ মাহামুদ হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটক মাহামুদ হাসান মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
রামপাল থানা পু্লিশ সূত্রে জানাযায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১.৩০ এর সময় রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় সংলগ্ন রাস্তার উপর দিয়ে ব্যাগে করে মাহামুদ হাসান গাঁজা নিয়ে যাচ্ছিল। ওই সময় বাজারের নৈশপাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ আবু সাঈদ তাকে আটক করে। এবং বিষয়টি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহবায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল) কে অবগত করলে চেয়ারম্যান রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলমকে অবগত করেন ৷
রামপাল থানা কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে ফোর্স পাঠান ৷
রামপাল থানার এস আই
মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে ফোর্স সহ- গাঁজা বিক্রেতা মাহামুদ হাসান ও মাদকদ্রব্য গাঁজা সহ থানায় নিয়ে যায়।
এবং মাদক ব্যবসায়ীকে শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ৷
উক্ত বিষয় নিশ্চিত করেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম ৷