বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সাথে জেলা যুবলীগ’র নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধি: সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগ নেতৃবৃন্দ জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দৈনিক কালের চিত্র অফিসে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের নবনির্বাচিত কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে বলেন, দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলায় যুবলীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা জনগনের সামনে তুলে ধরতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন ছাড়াও অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুবলীগের জুড়ি নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিয়ে আওয়ামীলীগ সভাপতি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্সমতায় আনতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, পৌর ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর বসুসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।