– এসকে এম হেলাল উদ্দিন

খুব ইচ্ছে আমার,
একদিন বৃষ্টিতে ভিজবো তুমি আর আমি..
কোন এক মেঘলা দিনে দু’জনে ঘুরতে বের হবো।
মেঘাচ্ছন্ন আকাশ বলে দিচ্ছে..
কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে মুষলধারে ,
খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না বাইরে
সবার হাতে ছাতা, যারা বেরিয়েছে বাইরে ।
আমাদের কারোরই হাতে ছাতা নেই,
কিছুটা লোকালয়ের বাইরে হাতে হাত ধরে হাঁটছি আমরা..
মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ ,
ভীতিকর অবস্থা চারিদিকে, তবুও ভয় নেই কারো মনে
দু’জনই তো আছি একসাথে !
আজ সকল ভয়কে জয় করে বৃষ্টিতে ভিজবো দু’জন।
বড় বট গাছটির নিচে বসে গল্প করছি ,
হঠাৎ করেই একটু বাতাস বয়ে গেলো…
এরপরই নামলো বৃষ্টি !
দু’জনেই ভিজে যাচ্ছি, তুমি..
তোমার ওড়নার দিয়ে
আমার মাথা ঢাকার চেষ্টা করছো ।
আর আমি চুপিসারে তোমাকে দেখছি !
মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে হালকা বাতাস
তোমার চুলগুলো বাতাসে..
তোমার মুখের উপর পড়ছে, আর আমি
তোমার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছি।
মিষ্টি হাসি দিয়ে আড় চোখে আমাকে দেখছো তুমি..
আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো ওমন করে ?
তুমি আমাকে জড়িয়ে ধরে বললে,খুব খুব ভালোবাসি তোমাকে !
তুমি আমাকে কখনো ছেড়ে যাবে নাতো !
এভাবে সারাজীবন আগলে রাখবে তো আমাকে?
আমি বললাম, এই পাগলী !
এ কথা বলছো কেন ?
আমি তো তোমার সাথেই আছি, আর..
সারাজীবন এভাবেই একসাথে থাকবো দু’জন ।
আমিও খুব খুব ভালোবাসি তোমাকে !
চলো ! আজ ভালো মত বৃষ্টিতে ভিজবো দু’জন ।
চোখ যতদূর যায়, কোন দিকে কেউ নেই
যেন জনমানবহীন অরণ্য ..
দু’জনে হাত ধরে হাঁটতে লাগলাম ।
হঠাৎ বজ্রপাতের আওয়াজ শুনে তুমি জাপ্টে ধরলে আমাকে,
ঠিক যেন ছোট বাচ্চার মত মুখ গুঁজে নিলে আমার বুকের মাঝখানে !
আমিও জড়িয়ে নিলাম তোমাকে খুব শক্ত করে..
দু’জনে সমস্বরে বলে উঠলাম…
এভাবেই জড়িয়ে থাকবো দু’জনে সুখে দুঃখে
কখনোই ছিন্ন হবো না দু’জন মহাপ্লাবন এলেও।

পোস্টটি শেয়ার করুনঃ