ভূমি সংস্কার কমিশনার মিনাল কান্তির দেবহাটা ভূমি অফিস পরিদর্শন


দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) মৃনাল কান্তি দে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শনে আসেন তিনি। এসময় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফ নেওয়াজ, উপজেলা ভ‚মি অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, উপজেলা ভ‚মি অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, কম্পিউটার অপরেটর বাপ্পা ঘোষ, মিউটেশন সহকারী অমিত কুমার বর, অফিস সহায়ক শেখ মোর্শেদ হোসেন, চেইনম্যান বেলাল হোসেন, অফিস সহায়ক আরমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন।