বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’২৫ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম স্থানীয় জনসাধারনের সহায়তায় একটি বিদেশী পিস্তল, ০১ (এক) রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এবং এ ঘটনার সাথে জড়িত… ১। মোঃ সবুজ আলী (৩০), পিতা-সোনা আলী, মাতা- ফিরোজা বেগম, গ্রাম- গোপিনাথপুর, ২। মোঃ নুরনবী প্রামানিক (৩২), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত জমেলা খাতুন, গ্রাম- গোপীনাথপুর, ৩। শাকিবুল হাসান শোভন (২০), পিতা- মো: নিয়াবুল হাসান, মাতা-মোসাঃ মমতাজ বেগম, গ্রাম- গোলাপনগর (জিএম গেট), ৪। মোঃ আপন (১৯), পিতা-মো: মমিনুল ইসলাম, মাতা- মোসাঃ লিটা খাতুন, গ্রাম- ফকিরাবাদ, সর্ব থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়াদের গ্রেফতার করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুনঃ