ভোলায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফকির হাট বাজারে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. সলেমান (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সলেমান উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। তার সঙ্গে থাকা নির্মাণ শ্রমিক শাহাবুদ্দিন জানান, ফকির হাট বাজারে নির্মাণাধীন একটি ভবনের ২য় তলার নির্মাণ কাজ করছিলেন তারা ৫ জন। হঠাৎ করে সলেমান পা পিছলে ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে যায়।
তাৎক্ষণিক তারা স্থানীয় মানুষের সহযোগিতায় সলেমানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।