মসজিদের দরজার সামনে বা মেহরাবের বরাবর বা উপরে কোরআন-হাদিসের কোন অংশ লিপিবদ্ধ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি ?
আপডেটঃ মার্চ ২, ২০২২ | ১২:০৮
461 ভিউ
প্রশ্ন, মসজিদের দরজার সামনে বা মেহরাবের বরাবর বা উপরে কোরআন-হাদিসের কোন অংশ লিপিবদ্ধ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি ?
উত্তর, যদি মসজিদের দরজার সামনে বা মেহরাবের বরাবর উপরে কুরআন-হাদিসের অংশ লিপিবদ্ধ করা হয় যদি নামাজ আদায় কারীর খুশু খুজু নষ্ট হয় তাহলে মাকরুহ হবে। তবে উত্তম হলো মসজিদের দেয়ালে কোন কিছু লেখা বা নকশা না করে তাহাকে সাদা সিদে ভাবে রাখা। মসজিদে চিকন ও ক্ষুদ্রাকৃতির নকশা করা মাকরুহ।
দলিল, বাহরুর রায়েক খন্ড ৫ পৃষ্ঠা ৪২
ফাতাওয়া রহিমিয়া খন্ড ৯ পৃষ্ঠা ১৭৭
ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ খণ্ড ২ পৃষ্ঠা ২৭৩