মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে জখম


নিজস্ব সংবাদদাতা
জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলি গ্রামের হাতেম আলী খানের দুই ছেলে মঞ্জু খান ও হারুন খান কে কুপিয়েছে একি বাড়ির চাচা রশিদ খান ও তার ছেলে শহীদ খান রফিক খান।
মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাঁঠালতলী গ্রামের মঞ্জু খান ও হারুন খান ও মঞ্জু খানের ছেলে রুবেল খান।
আহত মঞ্জু খান বলেন দীর্ঘদিন যাবত আমার চাচা রশিদ খান আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এবং জবরদখল করে আমাদের জমি ভোগ করে আসছে বিভিন্ন সময় জমির কথা তাদের কাছে বললে তারা আমাদের হুমকি দিয়ে আসছে আমরা স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের কাছে শালীস বিচার দিলে তাও তারা মানে না যখনই আমরা আমাদের জমি বুঝে নেওয়ার কথা বলি তখনই আমাদেরকে রশিদ খান ও তার ছেলে শহীদ খান রফিক খানকে নিয়ে আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গালাগালি করে, সব সময় তাদের ভয় থাকতে হয় তাই তারা পরিকল্পিতভাবে আমাদের উদ্দেশ্যে
১০/১/২০২৫/শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা আমাদের বাড়ির উঠানে বসে জমি নিয়ে কথা বলছিলাম তারা হঠাৎ পরিকল্পিতভাবে রশিদ খান রশিদ খানের ছেলে শহীদ খান, রফিক খান ,তার ছেলের স্ত্রী মীম, জান্নাতি , ও তাদের ভাড়াটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপরে পরিকল্পিতভাবে হামলা করে।এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাই হারুন খান ও আমার ছেলে রুবেল খান কে কুপিয়ে জখম করেন।’
পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
মির্জাগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবের বলেন, দুজনার মাথায় কোপ ও বিভিন্ন স্থানে যখম রয়েছে ও আরেকজনের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে, তারা এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, ওই ঘটনায় নার্গিস আক্তার নামে একজন বাদী হয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আমরা সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।