মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ৮:৩৮
120 ভিউ
মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার
মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৯টায় পৌর মার্কেট চত্বর থেকে শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু পার্ক প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এসময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানসহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।