দেবহাটা প্রতিনিধি: মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে দেবহাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ অফিসার অজয় গোলদারসহ উপজেলার মৎস্য শিল্পে সম্পৃক্ত চাষী, ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোকপাত করা হয়।

দেবহাটায় বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই অরুবা সুলতানা, এসআই গিয়াস উদ্দীন ও এএসআই আব্দুর রহিম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর ১৬/২১(দেবঃ) মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং ও সিআর ৩০৯/২০২০ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী খাসখামার গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে ইসমাইল হোসেন (৩৫), নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৯ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং- ৯) আসামী বেজোরআটি গ্রামের আহ্বান আলীর ছেলে আলকামা সরদার (২০),২৩ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত মামলার (নং-১১) আসামী রত্নেশ্বরপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আবুল কালাম আজাদ (৭৬), ২৪ জুলাই দেবহাটা থানায় দায়েরকৃত চুরি মামলার (নং-১২) আসামী মাঘরির চক গ্রামের সবুর গাজীর ছেলে ইব্রাহিম হোসেন (২২)। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

পোস্টটি শেয়ার করুনঃ