সাভার প্রতিনিধিঃ
চেয়ারম্যান রকিব আহম্মেদের নেতৃত্বে সাভারের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ জনকে তরুণ তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।
সোমবার (১৫জুলাই) বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকায় হোটেল গ্রীন আবাসিক (ফ্রেশে) হোটেল থেকে তাদের আটক করে জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
স্থানীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র কতিপয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অনুরোধ ও সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান পুলিশকে নিয়ে ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। এসময় ১৮ জন তরুণী ও ২২ জন তরুণকে আটক করা হয়। এসময় হোটেল ভবন মালিক আজিজুর রহমান পালিয়ে যায়।
আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ১৮ জন তরুণী ও ২২ জন যুবককে আটক করা হয়। পরে তাদের আমিনবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) হারুন ওর রশিদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটকরা সবাই অবৈধ ও অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ