রহনপুর পৌর আধুনিক মার্কেটের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর আধুনিক বহুতল মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) বিকেলে স্টেশনপাড়া পুরাতন ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মু জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান ও প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম, ব্যবসায়ী মুশা মার্চেন্টসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মী ও পৌরবাসীরা। উল্লেখ্য রহনপুর পৌর আধুনিক মার্কেটটি ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট। এর মধ্যে ৪তলা সুপার মার্কেটের নির্মাণ কাজটি আইইউজিআইপি প্রকল্পের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৫ লক্ষ ৯৮ হাজার ১৭০ টাকা ।