রহনপুর পৌর এলাকার বীরমুক্তিযোদ্ধার সম্মানার্থে ইফতার
মোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রহনপুর পৌর কার্য়ালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, আব্দুল মজিদ ও মাহতাবুল আলম নুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সহ অন্যরা। এ সময় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ সম্মানী তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতীর কল্যানে দোআ করা হয়।