নাটোরের লালপুরে ফজলু সরদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে।সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১৭ মে) তাকে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ফজলু উপজেলার তিলকপুর গ্রামের মৃত মসলেম গদার ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর সেনা ক্যাম্পের একটি টহল দল শুক্রবার গভীর রাতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ফজলুর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ফজলুকে আটক করে পুলিশের সোপর্দ করেন সেনা সদস্যরা। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ