পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ সাঈদ হোসেন শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি ঘরে ঘরে,শিক্ষাই জাতির মেরুদন্ড। আজ বৃহস্পতিবার ১৫ মে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় হল রুমে আশা শিক্ষা কর্মসূচির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আতিকুর রহমান রিজিওনাল ম্যানেজার আশা পাটগ্রাম অন্চল লালমনিরহাট জেলা শাখা। উপস্থিত ছিলেন পিয়াস আহম্মেদ শিক্ষা অফিসার লালমনিরহাট জেলা শাখা। ও সিনিয়র ব্রান্চ ম্যানেজার ফারুক হোসেন। জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ কুমার সেন ও আশার সরকারেরহাট ব্রান্চের শিক্ষা সুপার ভাইজার শিক্ষানবিশ আইনজিবি মিজানুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ আশা শিক্ষা কর্মসূচির সংক্ষিপ্ত তথ্য “আশা” সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা সহায়তা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। আশা শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ২০১১ সাল থেকে দেশের ৬৪টি জেলায় সুবিধা বঞ্চিত শিশু থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীদের ও জানুয়ারি ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আশা জানুয়ারি ২০২৩ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস ও শিক্ষার মানোন্নয়নে উদ্দেশ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। লক্ষ্য • শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। • গুণগত শিক্ষাকে সহজ ও সবার জন্য উন্মুক্ত করা। উদ্দেশ্য • প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা। • নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পড়া আয়ত্ব করতে সহায়তা করা। • প্রাথমিক ও মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়তা প্রদান করা। • প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করা।

পোস্টটি শেয়ার করুনঃ