লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ১১ জন আসামীকে গ্রেফতার
আপডেটঃ আগস্ট ৬, ২০২৩ | ১:২১
355 ভিউ
হাসিবুল লালমনিরহাট সংবাদ দাতাঃ লালমনিরহাট জেলা ধীন,
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো ওমর ফারুক এর নেতৃত্বে থানা এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষা এবং মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে চলমান অভিযানে গত ০৪ আগস্ট এবং ০৫ আগস্ট লালমনিরহাট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি মামলায় ০৩ জন চোর, ০৩ জন ওয়ারেন্টভূক্ত, ০১ জন, সাজা ওয়ারেন্ট ভূক্ত ০২ জনসহ ওয়ারেন্ট মূলে ০৪ জন এবং থানা এলাকায় গন উপদ্রব সৃষ্টি করায় ০৪ জনসহ সর্বমোট ১১ জন আসামীকে গ্রেফতার করে লালমনিরহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।