শোভনালীর জর্দ্দা পশ্চিম পাড়া সিদ্দিক আনা জামে মসজিদে অনুদান


লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের জর্দ্দা পশ্চিম পাড়া সিদ্দিক আনা জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বাঁকড়া গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের পুত্র সৌদি প্রবাসী মোঃ নবাব আলী সরদারে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন।এসময় তিনি মসজিদের মুসল্লিদের সাথে কথা বলেন। নতুন মসজিদ নির্মাণের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দান করবেন বলে ঘোষণা দেন এবং পরবর্তীতে আরোও অর্থ লাগলে দেবেন বলে অঙ্গীকার করেন। এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাঈদ সরদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল গাজী, কোষাধ্যক্ষ নাজমুল হুসাইন, আবুল কাশেম, মোঃ আবু হেলাল,অজেদ আলী সরদার, জাহিদুল ইসলাম, নাজমুল হুসাইন প্রমুখ। উপস্থিত মুসল্লিরা বলেন নবাব আলী সরদার আমাদের ইউনিয়নের গর্বিত সন্তান। প্রবাসে থেকেও সে আমাদের এলাকার জন্য যে কাজ,যে দান করেছে সেটা প্রশংসা করে শেষ করা যাবে না। তার মতো সন্তান প্রতি গ্রামে একটি করেও পাওয়া অসম্ভব। সবশেষে প্রবাসী নবাব আলী সরদারের জন্য দোয়া প্রার্থনা করেন।