মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় নববিজয়ের উল্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বৈরাচারী শাসকের যাঁতাকলে নির্যাতনে নিস্পেষিত ছাত্র জনতার গণআন্দোলনের মুখে স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে ৫ আগস্ট দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়। সাধারণ মানুষের বাঁধ ভাঙা জোয়ারে উপস্থিতিতে নববিজয় উল্লাসে মেতে উঠেন সাধারণ জনতা। বিজয় উল্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীর্ঘ একযুগ আত্ম গোপনে থাকা ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা শিক্ষক আল. মো. হাবিবুর রহমান (হাবিব)। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বৈরাচারী সরকারের দূর্নীতি, বিদেশে অর্থপাচার, গুম, খুন, আয়না ঘরের নির্যাতনের বর্ণনা করে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। দেশবাসীর উদ্দেশ্যে- দেশ দ্বিতীয় বার বিজয় অর্জনে, বিপক্ষ দলের কারোর জানমালের এবং সরকারি স্থাপনার ক্ষতি সাধন না করার উদাত্ত আহবান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর ও গাভা আদর্শ মহিলা মাদ্রাসার সুপার মাও. আজাদুল ইসলাম। মাওঃ আনারুল ইসলাম, মাওঃ আব্দুল মোমিন, মাওঃ আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য আরশাদ আলী, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, আল. মোঃ সাইফুল্লাহ, মোঃ নাসির উদ্দিন লিটন, মোঃ আসাদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. রবিউল ইসলাম।

পোস্টটি শেয়ার করুনঃ