সন্ত্রাসী শাহীন ঢালীর অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে আশাশুনির শোভনালীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী শাহীন ঢালীর অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে শোভনালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে উপজেলার শোভনালী ব্রীজের দক্ষিণ পাশে বুধহাটা-কালীবাড়ী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহীন ঢালীর অত্যাচারে ক্ষতিগ্রস্ত শতাধিক ভুক্তভোগী ও প্রায় দুই শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত বক্তারা বলেন, শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের রুহুল কুদ্দুস, গোলাম রসুল, হাফিজুল ইসলাম, মোখলেছুর রহমান সহ একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে বলেন, আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের মৃত ফজলুর রহমান ঢালীর ছেলে শাহীন ঢালী এক চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও জবর দখলকারী। শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামে মৎস্য ঘের করতে এসে পার্শ্ববর্তী ঘের মালিকদের ভয়ভীতি দেখিয়ে মাছ লুটপাট ও চাঁদাবাজি করে থাকে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সম্প্রতি আনুলিয়ার একটি বাড়ি থেকে ভাংচুর, লুটপাট ও দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তাকে আশাশুনি সেনা ক্যাম্পে আটক করা হয়েছে। তাকে আটক করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।