সহকারী কমিশনার (ভূমি) সহায়তায় সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা পরিবারের বন্দোবস্তকৃত জমি থেকে অবৈধভাবে নির্মিত ও নির্মানাধীন স্থাপনা অপসারনপূর্বক বুঝিয়ে দেয়া হয়েছে।
জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি//
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে বন্দোবস্তকৃত জমি বেদখলের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদের নির্দেশে উপজেলা প্রশাসন, দিনাজপুর সদর, দিনাজপুরের পক্ষ থেকে আজ (১২.৮.২৩) সহকারী কমিশনার (ভূমি) দিনাজপুর সদর, কোতোয়ালি থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপস্থিতিতে বন্দোবস্তকৃত জমি থেকে অবৈধভাবে নির্মিত ও নির্মানাধীন স্থাপনা অপসারনপূর্বক বুঝিয়ে দেয়া হয়েছে।